আবারও গলসিতে মিলের বিক্ষোভ চাষিদের, ছয় ঘন্টা বন্ধ রইল রাইস মিল

আজিজুর রহমান,গলসি : সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে না পারায় রাইস মিলের গেট অবরোধ করে মিল বন্ধ করে দিল চাষিরা। গলসি ১ নং ব্লকের মা মঙ্গল চন্ডী এগ্রো প্রাইভেট লিমিটেড’ এদিন সকাল থেকে একপ্রকার ধর্না দিয়েছিলেন উচ্চগ্রাম পঞ্চায়েতের পুরন্দগড় গ্রামের চাষিরা। তারা জানায় গত ৫ ই জানুয়ারি মিল কর্তৃপক্ষ সরকারি সহায়ক মূল্যে ধান নেবার কথা বলেছিল। কিন্তু ২০ তারিখ পেরিয়ে গেলেও তাদের ধান নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে রাইস মিলের গেট অবরোধ করেছেন। ফলে মিলের ভিতরে গাড়ি প্রবেশ বন্ধ হয়ে যায়। চাষীদের দাবী গ্রামে এখনো পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ধান বিক্রি হয়নি। আবার প্রাকৃতিক বিপর্যয়ে ধান কোথায় রাখবে সে নিয়ে চিন্তায় পরেছেন তারা। তাছাড়া তাদের ধানে অঙ্কুর বেড়িয়ে যাচ্ছে। ধান বিক্রি না হওয়ায় আর্থিক সমস্যায় পরছেন বহু চাষি। তাছাড় মিলের দুর্গন্ধ জল, ছাই ও সমস্ত রকমের দূষণ ভোগ করেছেন তারা। অথচ তাদের এলাকার চাষীরা ধান নিচ্ছে না ওই মিল। মিলের গেটে ধর্নায় বসায় ছয় ঘন্টা বন্ধ হয়ে যায় মিল। তবে প্রশাসনের আশ্বাসে ও ধান বিক্রির প্রতিশ্রুতি পেয়ে ধর্না তুলে নেন চাষিরা।