সবুজ সাথীর সাইকেলেও কাটমানি নেয় সরকার: শুভেন্দু অধিকারী

নতুন গতি ওয়েব ডেস্ক: ছোট আঙারিয়া দিবস উপলক্ষে গড়বেতায় সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২০০১ সালের পর থেকে এতদিন তাঁর নেতৃত্বে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠান আয়োজন করত, এবার বিজেপি নেতা হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দিলেন তিনি। শুধু ভাষণ দিলেন বলা ভুল, তৃণমূল কংগ্রেসকে পদে পদে বিঁধলেন তিনি। আজকের সভা থেকে ফের একবার তৃণমূল কংগ্রেস সাফ করার বার্তা দেন শুভেন্দু অধিকারী। মন্তব্য করেন, আগের নির্বাচনে হাফ হয়েছে তৃণমূল, এবারের নির্বাচনে সাফ হয়ে যাবে। শুভেন্দুর কথায়, সবুজ সাথীর সাইকেলেও কাটমানি নেয় সরকার, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে না তুলে দিলে রাজ্যের উন্নতি হবে না, রাজ্য এগোতে পারবে না। বারবার অভিযোগ কথা হচ্ছে যে তাঁর সঙ্গে নাকি বিজেপির ডিল হয়েছে। আদতে কি ডিল হয়েছে সে ব্যাপারে এদিন ফের খোলাসা করেন শুভেন্দু। বলেন, টেট পরীক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল হবে না, এই ডিল হয়েছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে।

    এদিন ভাষণ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ২০১১ সাল পর্যন্ত শহীদ বেদীতে মালা দেওয়ার সময় হয়নি কারোর। মালা তো দূর, গাঁদা ফুলের পাপড়ি পর্যন্ত পড়তো না বেদীতে। তখন সবাই ঘরে ঢুকে গিয়েছিল, তাদের তিনি অক্সিজেন দিয়েছিলেন। শুভেন্দুর কথায়, তখন যারা ভাঙ্গা সাইকেল চড়তো, এখন দামি স্করপিও গাড়ি চড়ে, হাতে দামি ঘড়ি ব্যবহার করে। এর পাশাপাশি সভা করা প্রসঙ্গে শুভেন্দু বলেন, তিনি যেখানে সভা করছেন সেখানেই পাল্টা সভার আয়োজন হচ্ছে। একদিনে দুটো সভা হলে সবাই বুঝতে পারবে বিজেপি না তৃণমূল, কার সভায় কত ভিড়। এর পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু।