|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেডস্ এর মুরারই দু নম্বর ব্লক কমিটি ও রামপুরহাট মহকুমা কমিটির পরিচালনায় বীরভূম জেলার পাইকর থানার লতা গ্রামে শনিবার চার দলীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রৌদ্রজ্জ্বল, শীতের ঠান্ডা হিমেলের পরশে খেলার আমেজ অনুভব করতে এলাকার ক্রীড়াপ্রেমী সকল সমবেত হন। খেলায় মালদা জেলা ও মুর্শিদাবাদ জেলা এবং বীরভূমের রামপুরহাট আদিবাসী মহিলা ভলিবল দল ও মুরারই মহিলা ভলিবল দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্যায়ের খেলায় রামপুরহাট আদিবাসী মহিলা ভলিবল দল ৫৫-৪৬ পয়েন্টের ব্যবধানে মুর্শিদাবাদের বেলডাঙা মহিলা ভলিবল দলকে হারিয়ে রানার্স দলের শিরোপা অর্জন করে। উভয় দলের হাতে ট্রফি এবং খেলোয়াড়দের প্রত্যেককে মেডেল দিয়ে সম্মানিত করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, স্থানীয় কুশমোড় গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, বেডস্ সংগঠনের রামপুরহাট মহকুমা সম্পাদক বদরুদ্দোজা সেখ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মহিলাদের খেলায় উৎসাহ প্রদান ও খেলার প্রসার ঘটানোর এক ক্ষুদ্র প্রয়াশ বলে আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান বিশিষ্ট সমাজসেবী বদরুদ্দোজা সেখ।