একাধিক দাবি দাওয়া নিয়ে ফরাক্কার ইলেকট্রিক অফিসে বিক্ষোভ প্রদর্শন CITU ও বিজেপির

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : মহামারী করোনা ভাইরাসের জেরে দীর্ঘ সময় লকডাউন ছিল দেশ, লকডাউনের কারণে অনেক রকম সমস্যা হয়েছে সাধারণ মানুষের, সাধারণ মানুষ কাজ হারিয়েছে, ঠিক মতো সংসার চালানো মুশকিল হয়েছে কিন্তু সরকার তার পরও আরো চাপ সৃষ্টি করে দিচ্ছে সাধারণ মানুষের উপর। যদিও প্রথমদিকে ইলেকট্রিক বিল বাতিল করার কথা বার্তা চলছিল কিন্তু পরিবর্তে সঠিক সময় সমস্ত বিল চলে আসতে লাগে তাই ইলেকট্রিক বিল সংক্রান্ত একাধিক দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো CITU ও বিজেপি।

    গতকাল শুক্রবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভে নামে বিজেপি ও CITU, কালকে এই বিক্ষোভে বিজেপির উত্তর মুর্শিদাবাদের সভাপতি মিলন ঘোষ বলেন দীর্ঘ ৫ মাস মানুষ কর্মহীন হয়ে আছে , মানুষের কোনো রকম ইনকাম নেই তার পরও সব কিছু জানার পর এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট মিটার না দেখে অফিসে বসেই একটা বিল নির্ণয় করে প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছে সাধারণ মানুষের কাছে যেটা সাধারণ মানুষের কাছে খুবই চিন্তাজনক। আমরা চাই বিগত ৩ মাসের ইলেকট্রিক বিল মুকুব করা হোক।

    গতকাল এই জঙ্গিপুর ইলেকট্রিক অফিসের সামনের বিক্ষোভ থেকে CITU নেতা বলেন আজকে মহামারী করোনা ভাইরাসে জর্জরিত সবাই, মানুষে আজ ঠিক মতো খেতে পাইনা, কোনোরকম ইনকাম নেই তার পরও সাধারণ মানুষের ওর এই ইলেকট্রিক বিল চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের দাবি বিগত ৩ মাসের বিল মুকুব করা হোক। গতকাল এই রকম যাবতীয় দাবি নিয়ে সম্পূর্ণ রাজ্য জুড়ে বিক্ষোভ হয়েছে বলে জানান তিনি।