শতবার্ষিকী উদযাপনে “বর্ধমান টাউন স্কুল” এর শিক্ষার অগ্রগতির নিমিত্তে এগিয়ে চলার শপথ

আর এ মণ্ডল : সম্প্রতি ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান “বর্ধমান টাউন স্কুল” তার এক শত বছর পূর্তি উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মনোরম আলোচনা সভার আয়োজন করা হয়। সাড়ম্বরে পালিত হওয়া অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডি এম- আয়েশা রানী, এস পি- সহায়ক দাস এবং এম এল এ- খোকন দাস মহাশয় প্রমুখ।
ঐতিহ্য মণ্ডিত এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলানা আবুল কাশেম, যিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী,বিধায়ক ও সাংসদ এবং কোলকাতার কাউন্সিলর পদেও নির্বাচিত হন। তৎকালীন সময়ে লন্ডন গোল টেবিল বৈঠকী আলোচনায় ভারতের একজন প্রতিনিধি হিসাবে যোগদানও করেন।
এই বিষয়ের উপর একটা তথ্য চিত্র নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের প্রচেষ্টার ফল এই “বিদ্যা বাড়ির ইতিকথা।”
অনুষ্ঠানটিকে সাফল্যের দোরগড়ায় পৌঁছানোর জন্য যারা ছিলেন অক্লান্ত পরিশ্রমী, তাঁরা হলেন শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক বিশ্বজিত মল্লিক, টি আই সি- সামীম হোসেন চৌধুরী, শিক্ষক অভিজিত বাবু ও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি উত্তম সেন গুপ্ত প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব মণ্ডিত ইতিহাস সন্নিবেশিত উল্লেখ্য তথ্য চিত্রটি জেলার শিক্ষাঙ্গণে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে খ্যাতি অর্জন করেছে।
স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানটির ৫ দিন ব্যাপী শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার সুমহান মর্যাদাকে সমুন্নত করে এগিয়ে চলার প্রতিশ্রুতি গ্রহণ করার এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা লগ্ন। পরিবেশ বান্ধব অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল মনোমুগ্ধকর র‌্যালি। শেষের দিনে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র ছাত্রী এবং বিশিষ্ট জনদের নিয়ে জ্ঞান অর্জন বিষয়ক ও অতীত স্মৃতিচারণা মূলক প্রাণ চঞ্চল আলোচনা।সভা শেষে সবার জন্য শান্তিপূর্ণ শুভ কামনা।