সাতসকালে মুর্শিদাবাদের সুতিতে শুট আউট।

নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : সাতসকালে মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। বুধবার সকাল সকাল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগরে। মৃত ওই ব্যক্তির নাম ইয়াদ শেখ ওরফে বিশু। তার বাড়ি সুতির কাশিমনগরে। জানা গিয়েছে, এদিন কাশিমনগর ট্রান্সফরমারের কাছে নিজের সিমেন্টের দোকানে বসে ছিলেন ইয়াদ শেখ নামে ওই ব্যক্তি। তখনই মোটর বাইকে করে চেপে এসে ইয়াদকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই তার। গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের পুলিশ বাইক উদ্ধার করেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি। জানা যায়নি শ্যুট আউটের সঠিক কারণও। পুরো ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। এদিকে দিনের বেলা প্রকাশ্যে এভাবে শ্যুট আউটের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয় এলাকাজুড়ে। ছড়িয়ে পড়ে আতঙ্ক।