| |
|---|
সেখ আব্দুল আজিম: প্রেস ক্লাব (কোলকাতা) ভিসন অফ বেঙ্গল আয়োজিত স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ও অলবেঙ্গল রিপোটার্স ক্লাবের সহযোগিতায় বঙ্গ গৌরব সম্মান ২০২৫ মহা সমারোহে ২১ শে ডিসেম্বর, ২০২৫ সালে উদযাপিত হল কলকাতার প্রেস ক্লাবে। বিভিন্ন ক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত সফল ব্যক্তিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত গৌরব সম্মানে সম্মানিত গুরুবক্স সিং, ঊষা উত্থুপ ও চিত্র শিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য। কলকাতার প্রেস ক্লাবে এদিন বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে যারা সমাজে প্রতিষ্ঠিত, পাশাপাশি তাদের মাধ্যমে সমাজ অনেক বেশী উপকৃত হয় সেই সমস্ত মহান ব্যক্তিদের বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করা হয় “মুক্তভাবনা”র সাইকোলজিক্যাল কাউন্সেলিং এক্সপার্ট কাজী হেদায়েতুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ সামসুল আলম,হুগলি জেলার চন্ডীতলা থানার কুমিরমোড়ায় অবস্থিত এম ডি মার্বেলের কর্ণধার সেখ মুহাম্মদ মকিম, কলকাতা হাইকোর্টের পতীতযশা আইনজীবী হাবিবুর রহমান, বিশিষ্ট পরিবেশ কর্মী সেখ মাবুদ আলী, দীর্ঘ ৩৬ বৎসর ধরে যিনি সাংবাদিকতা করেছেন প্রবীণ সাংবাদিক সেখ আব্দুল আজিম, বিশিষ্ট লেখিকা ও সমাজসেবীকা ডঃ ত্রিপর্ণা চট্টোপাধ্যায় , বিশিষ্ট সমাজসেবীকা রিয়া পাল, নৃত্য শিল্পী সুচরিতা চট্টোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ও কোচ আব্দুল মোনায়েম, ডাক্তার আমানুল হক-MBBS MS (Gold Medal) MCh-CTVS_ Sr Consultant Cardiac Surgeon
BM Birla Heart Hospital, Kolkata. সহ অন্যান্য বিশিষ্ট গুনীজন ব্যক্তিদের। এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা হলেন ভয়েস অব বেঙ্গল এর আহ্বায়ক ও আজকাল পত্রিকার ক্রীড়া সাংবাদিক সরোজ চক্রবর্তী এবং সংবাদ জগতের উজ্জ্বল নক্ষত্র সেখ আব্দুল আজিম। এদিন বঙ্গ গৌরব সম্মান অর্জন করে সকলেই আপ্লুত ও অভিভূত হন। উদ্যোক্তাদের এমন ব্যবস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত গুরুজনেরা। উপস্থিত মানুষদের গাছ তুলে দেন পরিবেশ কর্মী সেখ মাবুদ আলী।বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ।


