নিজেদের উপস্থিতি জানান দিতে নতুন কর্মসূচি নিল এসএফআই

নিজস্ব সংবাদদাতা  মালদা: নিজেদের উপস্থিতি জানান দিতে নতুন কর্মসূচি নিল এসএফআই। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের ভরতিতে সাহায্য করতে মালদা শহরের রথবাড়ি মোড়ে খোলা হয়েছে সংগঠনের কাউন্টার। সেই কাউন্টারে পড়ুয়াদের অন লাইনে ফর্ম জমা দেওয়ার কাজ করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে। জেলা তথা রাজ্যের যে কোনও কলেজের ফর্মই এখান থেকে অন লাইনে জমা করা হচ্ছে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, সবেমাত্র উচ্চশিক্ষায় পা দেওয়া পড়ুয়াদের কাছে অন লাইনে ফর্ম পূরণ করা অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সমস্যা সমাধানের জন্যই পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে এসএফআই। আগামী ১৬ জুন পর্যন্ত এই কাউন্টার চালু থাকবে।