শিক্ষামূলক আন্তর্জাতিক সেমিনার করল গলসি মহাবিদ্যালয়

আজিজুর রহমান, গলসি : গলসি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ইংরেজি বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের শিক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ওলোংগং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল শারাদ। তিনি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অস্ট্রেলিয়ার ভাষা, সঙ্গীতসহ অন্যান্য বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। সেমিনারে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. অমিত এস. তেওয়ারি এবং অধ্যাপিকা ড. দীপান্বিতা পাল। শিক্ষার্থীরা গভীর মনোযোগ সহকারে প্রফেসর পল শারাদের বক্তব্য শোনেন। উল্লেখ্য, এর আগেও মহাবিদ্যালয়ে বেশ কয়েকবার আন্তর্জাতিক মানের সেমিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে দেশ-বিদেশের অধ্যাপক-অধ্যাপিকারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন। অধ্যক্ষ ড. অমিত এস. তেওয়ারি মনে করেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষায় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নিতে সহায়ক হবে। এছাড়াও, এদিন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কলকাতা বইমেলায় যাওয়ারও ব্যবস্থা করা হয়, যা তাদের জ্ঞান ও সাহিত্যচর্চার পরিধি আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ ড. অমিত এস. তেওয়ারি।