শিশু সারমেয় উদ্ধার

সেখ আব্দুল আজিম, হুগলি : ডানকুনি থানার সাউথ স্টেশন পল্লির একটি বাড়িতে একটি মাস চারেক বয়সের শিশু সারমেয়কে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। সমাজ মাধ্যমে পশুপ্রেমীদের একটি গ্রুপে ঘটনার কথা জানতে পেরে আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্যরা সক্রিয় হন। এলাকায় আশ্রয়ের প্রতিনিধিরা যান। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা মুখার্জি, সন্ধ্যা দে, সুবীর রায়, অভিজিৎ মুখার্জিরা আশ্রয়ের প্রতিনিধিদের জানান, প্রতিদিন নিয়ম করে দুবেলা লাঠি দিয়ে শিশুটিকে পেটানো হয়। শিশুটির আর্তনাদে বাতাস ভারি হয়ে ওঠে। আশ্রয়ের পক্ষ থেকে ডানকুনি থানায় যোগাযোগ করা হয়। ডানকুনি থানার পুলিশ গত ৩ ফেব্রুয়ারী ২০২৫ সরস্বতী পুজোর দিন আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে নিয়ে শিশু সারমেয়টিকে উদ্ধার করে।
আশ্রয় সদস্য মাবুদ আলি শিশু সারমেয়টিকে নিয়ে যান পশু হাসপাতালে। হাসপাতালে সারমেয়টিকে ওষুধ ইনজেকশন দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয় এক্সরে করার। মাবুদ আলি বলেন, যেখান থেকেই পশু নির্যাতনের খবর পাব আমরা প্রতিবাদ জানাব।
আশ্রয়ে সম্পাদক গৌতম সরকার বলেন, নিরীহ অবলা প্রাণীদের উপর অত্যাচার নিকৃষ্টতম কাজ। শেষ পর্যন্ত সারমেয় টিকে উদ্ধার করা গেছে এটাই স্বস্তির। যাদিও অভিযুক্ত পরিবারের সদস্য দিপ্তী মিশ্র সব অভিযোগ অস্বীকার করেন।