|
---|
লুতুব আলি, নতুন গতি : স্বজনের উদ্যোগে শঙ্খ ঘোষের জন্মদিন পালন বাগনানে। রাজ্যের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে কবি শঙ্খ ঘোষের জন্মদিন পালিত হল হাওড়ার বাগনানে। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু শঙ্খ ঘোষের বর্ণময় জীবন নিয়ে আলোকপাত করেন ও স্বাগত ভাষণ দেন। অন্যদিকে কলকাতায় আন্তর্জাতিক বই মেলা চলছে। চন্দ্রনাথ বসু বলেন, আন্তর্জাতিক বইমেলা বিশ্বমানের হলেও বিকি কিনি তলানিতে ঠেকেছে। পুস্তক বিপণীরা সমস্যায় পড়েছেন। আসলে বইমেলায় দর্শকের তুলনায় বেচাকেনা উল্লেখযোগ্য হয় না। হুড়োহুড়ি, ফুচকা খাওয়া, সেলফি তুলতেই অনেকে ব্যস্ত থাকেন! কবি শঙ্খ ঘোষের মতো কবিদের জন্মদিন, মৃত্যুদিন ও তাঁদের দর্শন নিয়ে বেশি বেশি করে আলোকপাত করা দরকার। শম্ভু ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কবি বাঁশরী মোহন ঘোষ, সনৎ ঘোষ, মঞ্জু দত্ত, সুব্রত মুখোপাধ্যায়, গৌতম গঙ্গোপাধ্যায়, দীপক জানা, বিশিষ্ট শিক্ষক দেবদাস হাজরা, সংগঠক বিদ্যুৎ গাঙ্গুলী, বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি ও শেখ মহিবুল হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত কবি গন কবিতা পাঠ ও বিশদ আলোচনা করেন। চন্দ্রনাথ বাবু উপস্থিত কে কবি শঙ্খ ঘোষের লেখা বই ও উত্তরীয় দিয়ে সকলকে সংবর্ধিত করেন। চন্দ্রনাথ বাবুর স্লোগান বই কিনুন, বই পড়ুন…. চন্দ্রনাথ বসু জানান, আগামী শত দুই ফেব্রুয়ারি বাগনানে কবি জীবনানন্দ দাশের জন্মদিন পালন করা হবে। একুশে ফেব্রুয়ারি কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে ২৩ ফেব্রুয়ারি কলকাতার রামমোহন লাইব্রেরী হলে বাংলা ভাষা উৎসব অনুষ্ঠিত হবে। এই সমস্ত অনুষ্ঠানগুলি চন্দ্রনাথ বসুর উদ্যোগে ই হবে বলে জানানো হয়।