সর্বভারতীয় পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী পারভীনাকে সংবর্ধনা জানালো কামরুজ্জামান

সংবাদদাতা : সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারী পারভিনাকে সংবর্ধনা দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। মঙ্গলবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল তাঁকে সংবর্ধনা জানায়। এই সংবর্ধনা পেয়ে খুশি প্রত্যন্ত ক্যানিং এর তালদির মেয়ে পারভিনা। এ ব্যাপারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। কেননা আমাদের ঘরের মেয়েরাও এখন সমান তালে শিক্ষা আন্দোলনে এগিয়ে চলছে। আসলে মেধা থাকলে তা ঠিক প্রস্ফুটিত হবেই। মেধার মধ্য দিয়েই গ্রামের ছেলে মেয়েরা শিক্ষাই এগিয়ে যাক বলে তিনি মন্তব্য করেন। প্রতিনিধি দলে ছিলেন নাসিরউদ্দিন ঘরামী, হাফিজুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা।