শ্রমিক সংগঠনের পুজোর উদ্বোধনে ব্লক সভাপতি

নিজস্ব সংবাদদাতা, ১৭ সেপ্টেম্বরঃ জামালপুর বাসস্ট্যান্ডে জামালপুর তৃণমূল ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো করা হচ্ছে। সেই পুজো উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জামালপুর ২ অঞ্চলের অঞ্চল সভাপতি তথা প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। জামালপুর ব্লকের বাস, ট্রেকার, অটো ও টোটো ইউনিয়ন সকলে মিলে হিন্দু মুসলিম নির্বিশেষে এই পুজোর আয়োজন করেন এবং উৎসবে মেতে ওঠেন। মেহেমুদ খান বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন বাস, ট্রেকার, অটো ও টোটো সকল শ্রমিক ভাইদের সহযোগিতায় এই পুজো হয়ে আসছে। তিনি সকলকে ধন্যবাদ জানান। তারই সাথে তিনি উপস্থিত সকলকে প্রাক দুর্গা পুজোর শুভেচ্ছা জানান। শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল বলেন বাংলার সংস্কৃতিই এটা যে এখানে হিন্দু মুসলিম সকলে এক সঙ্গে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে। এটাই বাংলার সম্প্রীতি। তাঁদের নেত্রী বার বার এই সম্প্রীতির কথাই বলেন। দুদিনের এই পুজোয় সকল শ্রমিক ভাইদের জন্য থাকবে খাওয়া দাওয়ার ব্যাবস্থা।