| |
|---|

সেখ সামসুদ্দিন, ৭ ডিসেম্বরঃ আজ জৌগ্রাম কলুপুকুর মাঠে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্মমহোৎসবে যোগ দেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খাঁন। তার সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল। সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে একসঙ্গে নাম সংকীর্তন শোনেন। সেখানে পরিবেশিত হয় ছৌনৃত্য। তিনি বলেন পশ্চিমবঙ্গের এটাই কৃষ্টি, এটাই সংস্কৃতি। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এখানে তাই মুসলিমরা নির্দ্বিধায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে এবং হিন্দুরা মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। এখানে এসে তাঁর খুবই ভালো লেগেছে বলে জানান।


