আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। মুখ্যমন্ত্রী শিলিগুড়ি রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরের এই বিষয় জানালেন। করোনা পরিস্থিতি গোটা রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে, তিনি সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।দুয়ারের সরকার কর্মসূচিতে জনসাধারণ ২৪ রকমের পরিষেবা পাবে । পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। আগামী কাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচি আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।