|
---|
তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা ঘিরে বারাকপুরে ধুন্ধুমার
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : গতকাল তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় ধুন্ধুমার কাণ্ড ঘটলো বারাকপুরে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । সংঘর্ষে জখম হয়েছেন উভয়পক্ষের বেশকিছু কর্মী সমর্থক । আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও । জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ ছিল বারাকপুরে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । সেইমত যষ্ঠ দফার ভোটের জন্যে আজ মনোনয়ন জমা দিতে আসেন বারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী – রাজ চক্রবর্তী, বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় ( মুকুল রায়ের ছেলে ), বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী , উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য্য প্ৰমুখরা । সূত্রের খবর, ঘটনার সূত্রপাত রাজ চক্রবর্তীর মনোনয়ন জমা দেওয়ার সময় । অভিযোগ, রাজ চক্রবর্তী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁকে লক্ষ্যকরে নানা রকম কটূক্তি করেন বিজেপির কর্মীরা । তৃণমূলের লোকজন পাল্টা প্রতিক্রিয়া দিলে তৈরি হয় উত্তেজনা । এরই মধ্যে তৃণমূল কর্মীদের কাছে খবর আসে, বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর আত্মীয়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে । সূত্রের দাবি, এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের লোকজন । শুরু হয় সংঘর্ষ । চলে তৃণমূল – বিজেপির মধ্যে ইটবৃষ্টিও । অন্যদিকে বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের গাড়ি ভাঙচুর হওয়ায় সংঘর্ষ অন্যমাত্রা নেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে । অবশেষে লাঠিচার্জ করে দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশ এবং উভয় দলের বেশকিছু কর্মী সমর্থক । ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।