তৃণমূলের বিজয়া সম্মেলনীর প্রস্তুতি সভা সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : আগামী ২১সে অক্টোবর সাগরদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাসের ডাকে সাগরদিঘী মহাবিদ্যালয়ে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছে, সেই বিজয়া সম্মেলনীকে সামনে বৃহস্পতিবার সাগরদিঘী মহাবিদ্যালয়ে একটা প্রস্তুতি সভার আয়োজন করে সাগরদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের প্রস্তুতি সভায় প্রায় দেড় হাজার তৃণমূল কর্মীর উপস্থিতিতে সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাস জানান সাগরদিঘীর বিজয়া সম্মেলনীতে সাগরদিঘী ব্লকের ১১টা অঞ্চলের তৃণমূল কর্মী, বুথ সভাপতি,অঞ্চল সভাপতি সহ তৃণমূলের সমস্ত নেতৃত্ব সবাইমিলে উপস্থিত থেকে এই বিজয়া সম্মেলনীকে সফল করতে হবে

    । উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাস,সাগরদিঘীর পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান, সাগরদিঘীর তৃণমূলের ব্লক সহ সভাপতি কিসমত আলী, রেজাউল্লাহ, অরূপ মন্ডল, আকলিমা বিবি, গোলাপি বিবি, ফেদ্দসি বিবি প্রমুখ।