|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে মহা সমারোহে দলের ২৮ তম জন্মদিন পালন করা হলো। আজকের দিনে ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষ্যে ব্লক পার্টি অফিসে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে একে একে বক্তব্য রাখেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি ও প্রধান উপ প্রধানরা। দলের পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি। দলের শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। জামালপুর মানেই সব সময় একটা আলাদা ব্যাপার থাকে তাই দলীয় পতাকা উত্তোলন করে ৪/৪ ফুট এবং ২৮ কেজি কেক কেটে জন্মদিন পালন করেন বিধায়ক, ব্লক সভাপতি সহ নেতৃত্বরা। মেহেমুদ খান বলেন আজকে ব্লক তৃণমূল পার্টি অফিসে দলের জন্মদিন পালন করলেন তাঁরা। যেহেতু ২৮ তম বছর তাই তাঁরা ২৮ কেজি ওজনের কেক কেটেছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আজ দল ক্ষমতায় এসেছে। তাঁরা সকলে মিলে একত্রিত ভাবে ২০২৬ সালের বিধান সভা নির্বাচনে দলীয় প্রার্থীকে অন্তত ৫০ হাজার ভোট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। তিনি আরো বলেন দলীয় নির্দেশে ১৩ টি অঞ্চল এবং প্রতি গ্রামেই বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন করা হয়।বিধায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আজ তাঁকে জাতীয় রাজনীতির মুখ বলে ভাবা হচ্ছে। অনুষ্ঠানে সকল বক্তাই দলনেত্রীর সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন। এর পর দলীয় নির্দেশে তাঁরা জামালপুর গ্রামীণ হাসপাতালে ও নার্সিং হোমে গিয়ে সেখানে ভর্তি রুগীদের হাতে ফল তুলে দেন।