|
---|
নিজস্ব সংবাদদাতা:পাট ক্ষেতের মধ্যে থেকে মাঝ বয়সী অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বনগাঁয়। বুধবার সকালে দেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নতুনগ্রাম মাঝেরপাড়া এলাকায়। এদিন সকালে স্থানীয় কৃষকরা চাষ করতে গিয়ে পাট ক্ষেতের মধ্যে থেকে পচা গন্ধ পান।এর পরই পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃতদেহটি কীভাবে এখানে এলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, নতুনগ্রাম মাঝেরপাড়া সড়কের দু’পাশে দৈনিক যুবক যুবতীদের আমদানি হয়।অভিযোগ তারা ওই এলাকায় বসে বিভিন্ন রকম নেশা করে। বিভিন্ন অসামাজিক কাজও করে। মাঝেমধ্যে এলাকায় পুলিশ গেলেও পুলিশ চলে যেতেই নেশাগ্রস্ত যুবক-যুবতীরা এলাকায় ফের জমা হয়। পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি মহিলার নাম পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছে৷