|
---|
রঘুনাথগঞ্জ: রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে ডেপুটেশন প্রদানে দুন্ধমার পরিস্থিতি, মারমুখী আক্রমণ বামফ্রন্টের নেতার উপর,সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসেই পঞ্চায়েত সমিতি দলনেতার দাদাগিরি। এমনি অভিযোগ।
এই দিন অর্থাৎ সোমবার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক বিডিও অফিসে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে একাধিক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশনের আয়োজন করেন বামফ্রন্ট। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ সমাবেশ চলার পর ছয়জনের একটি প্রতিনিধি দল রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের হাতে ৮ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন। এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ বস মহাশয় এর সাথে দীর্ঘক্ষণ আলোচনা সভা চলে এইদিনের প্রতিনিধি দলের।দীর্ঘক্ষণ রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক বিডিও অফিসে আলোচনা সভা চলার কারণে রীতিমতো এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। আর এই নিয়েই ব্লক অফিসে উপস্থিত রত একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য,পঞ্চায়েত সমিতির দলনেতা আতাবুল হকের নেতৃত্বে বামফ্রন্টের নেতা সোমনাথ সিংহের ওপরে মারমুখী আক্রমণ করে বলেই সূত্রের খবর।এমন কি রঘুনাথগঞ্জ ২ নম্বর বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির দলনেতা আতাবুল হক সহ্ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যদের দাদাগিরি। আর এই পরিস্থিতি উত্তপ্ত হতেই পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে।এমনকি এই নিয়ে বামফ্রন্টের নেতা সোমনাথ সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনার উপরে এক ধরনের মারমুখী আক্রমন চালানোর চেষ্টা করেছিলো পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য। অপর দিকে এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া পঞ্চায়েত সমিতির দলনেতা আতাবুল হকের তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা কথা,বলে অভিমত পোষণ করেন। পরিশেষে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ বস মহাশয় বলেন বামফ্রন্টের আট দফা দাবি নিয়ে যে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে নিরপেক্ষ তদন্ত করবেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি।