২১জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা জয়নগরে!

নুরউদ্দিন, দক্ষিণ ২৪ পরগনা : আগামী ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে গোটা রাজ্যজুড়ে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই সম্প্রীতি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার অন্তর্গত শিবনাথ শাস্তি সদনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

    এই সভার মূল উদ্যোক্তা ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সম্মানীয় খান জিয়াউল হক ও বিশিষ্ট তৃণমূল নেতা মতিউর রহমান শেখ।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া প্রতিমা মণ্ডল নস্কর, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডঃ রিজু দত্ত, এবং তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস।

    সভায় বক্তারা শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কর্মীদের উদ্দেশে ধর্মতলার সভায় বিপুল পরিমাণে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

    এই সভা ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার দেখা যায় এবং শহীদ দিবসকে সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন নেতারা।