|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: গোপন সূত্রের খবর এ অভিযান চালিয়ে কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়কের পটলডাঙ্গা পেট্রলপাম্প এর কাছ থেকে এলাকায় থেকে তিন জনকে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতরা হলেন মামুন সেখ (২২) রমজান সেখ (১৯) ও মোহাম্মদ রেজওয়ান হোসেন (২৬)। বাড়ি মোথাবাড়ি থানার ভোলায় এলাকার বাসিন্দা।ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ একটি হাসুয়া একটি রড।
পুলিশ জানিয়েছে রবিবার রাতে পটলডাঙ্গা পেট্রোল পাম্প রাজ্য সড়কের থেকে ধৃতরা রাতে ছিনতায়ের উদ্দেশ্যেই এলাকায় দাঁড়িয়ে ছিল তবে সূত্র মারফত খবর পেয়ে ধৃতদের পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।