২৬ শে এপ্রিল নয়া ওয়াকাফ বিলের বিরুদ্ধে ব্রিগেড সভায় প্রস্তুতি ফুরফুরায়

সেখ আব্দুল আজিম, ফুরফুরা – কেন্দ্রীয় সরকার যে অসাংবিধানিক কালা ওয়াকাফ বিল পাশ হয়েছে।সেই বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী ২৬ শে এপ্রিল সভা অনুষ্ঠিত হবে। এদিন ফুরফুরা শরীফে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা কামরুজ্জামান সাহেবের উপস্থিতিতে একাধিক পীরজাদার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পীরজাদা ইমরান সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী, পীরজাদা মেহেরাব সিদ্দিকী, পীরজাদা আম্মার সিদ্দিকী, পীরজাদা সওবান সিদ্দিকী সহ অন্যান্য পীরজাদার। পীরজাদারা ২৬ শে এপ্রিল ব্রিগেড সমাবেশ কে সফল করতে সকলকে আহ্বান জানান।