| |
|---|
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নবাবপুর মাদ্রাসা পাড়ার সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় ৩৪ তম কেরাম প্রতিযোগিতা হল চৌঠা জানুয়ারি ২০২৬ সমাপ্ত হলো ৫ই জানুয়ারি ভোর তিনটে নাগাদ সমাপ্ত হলো উক্ত ক্লাবের সভাপতি সেখ মোহাম্মদ মাসুম মেহেবুব জানালেন হুগলি হাওড়া ছাড়াও বর্ধমানের কেরাম ৩২ টি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উইনার্স এবং রানার্স দলের জয়ীদের ট্রফি সহ মাইক্রোওভেন উভয় দল কে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ম্যান অফ দ্যা ম্যান অব দ্যা সিরিজ এছাড়াও সকল প্রতিযোগিতা কে পুরস্কৃত করা হয়। মাসুম মেহবুব জানালেন সমাজ কল্যাণ সমিতির কমিটর সদস্য এছাড়া গ্রামবাসীদের সহযোগিতায় উক্ত কেরাম প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো জানান আগামী বছর ৩৫ তম খেলার প্রস্তুতি এখন থেকে শুরু হয়েছে। পাশাপাশি তিনি ২০২৬ এর নববর্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন


