|
---|
সুর ইসলাম : মেমারি:১৪ জানুয়ারি : পূর্ব বর্ধমান জেলার জেলা শহর বর্ধমানের অভিজান গোষ্ঠীর পরিচালনায় বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত ৪৭ তম বর্ধমান বইমেলার নজরুল মঞ্চে ১৪ জানুয়ারি বিকাল তিনটা থেকে কবি কুশল দের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় কবি সন্মেলন। কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীকে স্মরণ করে এই মঞ্চের নামকরণ করা হয়।একইসঙ্গে সন্মুখের সভা গৃহের নামকরণ করা হয় জীবনানন্দ দাশ সভা গৃহ— যেখানে শ্রোতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই কবি সন্মেলনে দুই বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও কবিরা উপস্থিত হয়েছিলেন। বইমেলা কমিটির সম্পাদক নিরুপম চৌধুরী সহ প্রায় শতাধিক কবি অরুণ মজুমদার, আশিস পাত্র, নিখিল চক্রবর্তী, তাপস পাল, অরবিন্দ সরকার,সৈয়দ আতাউর রহমান, মহম্মদুল হক, আশরফী খাতুন, সেখ সাবের আলি, কল্পনা রায়, বেনজির নাজ, নমিতা রাউত, মিনতি গোস্বামী, তাপস ভূষণ সেনগুপ্ত, দীপেন্দ্রনাথ শীল, গুরুপ্রসাদ যশ, পল্লব চট্টোপাধ্যায়, সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, বসন্ত পাল, সামসুজ্জামান, সদরুল আলম, সেখ হাসানুজ্জামান, সৌম্য পাল, রথীন পার্থ মন্ডল, চৈত্র কুমার প্রামাণিক, নিয়াজুল হক, বিমলেন্দু ভট্টাচার্য্য, সুব্রত ভট্টাচার্য্য, সুব্রত মজুমদার, রুনু শাম, আসিয়া খাতুন, সৈয়দ হাসনেআরা, সায়ন্তি হাজরা, তারা সরকার, দীপা কুমার, সবিতা চ্যাটার্জী, কাজল দাস সিনহা, রুবাইয়া সুলতানা, পার্বতী মিত্র, করবী রায়, দেবশ্রী চ্যাটার্জী পাল,রাম আশিস মুখার্জী,মানস দত্ত, বিকাশ বিশ্বাস, সিরাজুল ইসলাম, আব্দুল জব্বার, বাসুদেব পাল, শুভাশিস মিত্র, সুভাষ বসু, অশোক সরকার, গোপাল দাস, মৃণাল মোদক, রাজীব শীল, বরুণ মজুমদার, অভিজিৎ দাশগুপ্ত প্রমুখ কবিতা পাঠ করেন। যদিও দূরবর্তী কোন কোন কবি কবিতা পাঠ না করেই বাড়ি ফেরার পথে পা বাড়ান ট্রেন,বাস ধরার তাগিদে। তবুও অভিজান গোষ্ঠীর বইমেলার কবি সন্মেলনের একটা আলাদা মাত্রা আছে, আছে মেলবন্ধনের বাড়তি সুযোগ।