মিলাদ-উন-নবী দিবস উপলক্ষে অনুষ্ঠান ইউনিয়ন হাই মাদ্রাসায়

শেখ আব্দুল আজিম : মাজেরাআ্ট,চণ্ডীতলা, ১৩ ই ফেব্রুয়ারি: গত ১১ই ১৩ ফেব্রুয়ারি মাজেরাআ্ট কুমিরমোড়ার ইউনিয়ন হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল ৬৩ তম মিলাদুন্নবী দিবস ও সাঙ্স্কৃতিক অনুষ্ঠান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। দুই দিনের এই অনুষ্ঠানে আবৃত্তি ,বক্তৃতা ,কুইজ, গজল ,নাতে রসূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না ও মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, অঞ্চলের বিধায়িকা স্বাতী খন্দকার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম সারোয়ার হোসেন ,কুমিরমোড়া ও ভগতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান অবর পরিদর্শক ,এলাকার কর্মাদক্ষ মলয় খা প্রমুখ। পরিচালন কমিটির সভাপতি শেখ মইদুল ইসলাম ,সম্পাদক আবুল কালাম ,অন্যান্য পরিচালক মন্ডলের সদস্য বৃন্দ ,প্রধান শিক্ষক মজিবুর রহমান জামাদার, সহ প্রধান শিক্ষক মহ: মোস্তাফিজুল হক ,শিক্ষক-শিক্ষিকা ,শিক্ষাকর্মী বৃন্দ এবং মাদ্রাসার স্নেহের ছাত্রছাত্রীরা। এলাকার স্থানীয় অধিবাসীরা অনুষ্ঠানে যোগদান করেন। মন্ত্রী বেচারাম মান্না সংক্ষিপ্ত বক্তব্য বলেন মাদ্রাসার উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা সম্প্রতির যে বন্ধন রচনা করেছে এই মাদ্রাসা তার মডেল হতে পারে। বিধায়িকা স্বাতী খন্দকার মহাশয়ার মতে, কন্যাশ্রী প্রকল্প বাস্তবায়নের ফলেই মাদ্রাসায় ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে অন্যান্য মাদ্রাসাও অনুসরণ করতে পারে। NCC ও ছাত্রছাত্রীদের ভূমিকায় সকলেই মুগ্ধ হয়েছে। দ্বিতীয় দিন দোয়া ও সিন্নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ছাত্র-ছাত্রীদের মতে এবার অনুষ্ঠানের সবচেয়ে বড় দিক শিক্ষকদেরও অন্যান্য বিশেষ অতিথিদের মতো ব্যাচ,উত্তরীয় ও স্মারকের মাধ্যমে বরণ করে নেওয়ার মতো সম্মান প্রদর্শন।