|
---|
৭৬ তম সাধারণতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপন আব্দুল মোতালিব হাই মাদ্রাসায়
এম. এ.সাত্তার, পাঁচলা: ২৬, জানুয়ারি ২০২৫। হাওড়া জেলার ঐতিহ্যবাহী এতদঞ্চলের প্রাচীন মাদ্রাসা আব্দুল মোতালিব হাই মাদ্রাসায় ৭৬তম সাধারণতন্ত্র দিবস মহাসমারোহে উদযাপিত হলো ২৬, জানুয়ারি ২০২৫ । জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আখতার আলী মন্ডল মহাশয় । মাদ্রাসার ক্ষুদে পড়ুয়ারা জাতীয় সংগীত পাঠ, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ সুললিত আবেগময় কন্ঠে অমর বীর শহীদদের আত্মত্যাগের জয়গান সমবেত কন্ঠে পরিবেশন করেন।
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অমিত ঘোষ আক্ষেপের সুরে বলেন- ভারতের সংবিধানে প্রদত্ত ধর্মনিরপেক্ষতা আজ বিপন্ন। সংবিধানে প্রদত্ত অধিকার গুলি খর্ব করার অপপ্রয়াসকে যে কোনও অপশক্তির বিরুদ্ধে সচেতন নাগরিকগণকে জোট বদ্ধ ভাবে রক্ষা করার শপথ সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে নেওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানান। শিক্ষক -শিক্ষিকা মন্ডলীদের মধ্যে সাবের বেগ,চয়ন কুমার বাগচী, সাবিনা ইয়াসমিন, অনিমেষ চক্রবর্তী, শেখ আমিরুল মোমেনীন, সোহানা মল্লিক, তৌসিফ রাজা সহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিত ঘোষ।