|
---|
আজিজুর রহমান,গলসি : জন্মাষ্টমীর দিনে গলসির স্টার ক্লাবের খুঁটি পুজো করা হল। এবারে ক্লাবের পু্জো ৩০ তম বর্ষের পদার্পন করছে বলে জানিয়েছেন ক্লাব কতৃপক্ষ। প্রতি বছরেরে মত এবছরও পুরহিত ডেকে রীতি মেনে খুঁটি পূজা করা হয়। সেইজন্য পুজো প্যান্ডেলের মাঠে জমায়েত হন ক্লাবের সকল সদস্যরা। জানা গেছে, ক্লাবের বেশ কিছু সদস্য মুসলিম হওয়ার পরও তারা একত্রে দুর্গাপুজো পরিচালনা করে থাকেন। গলসির স্টার ক্লাবের পুজোতে এলাকায় সম্প্রীতির বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।