|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় #হত্যাকাণ্ডে_ভারতীয় সেনাবাহিনীর 40 জন বীর জওয়ান শহীদ হয়েছিলেন।
#এই বীর #শহীদদের স্মৃতি স্মরণ করে আজ ছাত্র সমাজ এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো এদিনের রক্তদান শিবির এ উপস্থিত ছিলেন
কালিয়াচক থানার #আইসি স্যার এই রক্তদান শিবির মোট #৪৪ জন রক্তদাতা #স্বেচ্ছায়_রক্তদান_করেছেন।