শিলিগুড়ি টাউন স্টেশন বাজারে সি সি টি ভি ক্যামেরা বসানোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি টাউন স্টেশন বাজারে সি সি টি ভি ক্যামেরা বসানোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।তিনি আজ সকালে ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে নিয়ে উদ্বোধন করলেন সিসি টিভির। মেয়র এদিন জানালেন শিলিগুড়িতে বাড়ছে অপরাধ তাই সবসময় প্রয়োজন সিসি টিভির।তাই আমি এই উদ্যোগ নিলাম।আমার লক্ষ শিলিগুড়িকে নিরাপদ রাখা।তাই এই সিসি টিভির আয়োজন। আমি ভাবছি শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি টিভি দিয়ে মুড়ে দেব। আমি চাই শিলিগুড়িকে অন্য শহরে পরিনত করে তুলতে। আর সিসি টিভি থাকলে অপরাধ অনেকটাই কমে যাবে।এদিন এই সিসি টিভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য এম এম আই সি এবং শিলিগুড়ির মিউনিসিপাল কর্পরেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা অফিসারেরা।