|
---|
নিজস্ব সংবাদদাতা:শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ ছিনতাই এর ঘটনায় জড়িত থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ এদিন রাজগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম যতীন গোয়ালা।
ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, গত ২৭ জুন শিলিগুড়ি বিধান রোডে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ ছিনতাই যাওয়ার ঘটনা ঘটে। চার দিনের মধ্যে তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে। তার কাছ থেকে নগদ ছিনতাই হওয়া ১৭ হাজার টাকা, এবং সোনা উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে। এই ঘটনার সাথে আরও একজন জড়িত রয়েছে, পুলিশ ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।