বীরভূমের মহম্মদ বাজারে গুলি বিদ্ধ পাথর ব্যবসায়ী

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূমের মহম্মদ বাজার থানার হিঙ্গলো গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পাওয়া মাত্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ ব্যাক্তির নাম সুজয় মন্ডল (৩৫),বাড়ি মহম্মদ বাজার থানার হিংলো পঞ্চায়েতের চন্দ্রপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে সুজয় মন্ডলের পাথরের ক্রাশার ও পাথর খাদানের ব্যবসা ছিল। স্থানীয় সূত্রে খবর যে, কিছুদিন আগেই গ্রাম্য বিবাদের জেরে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সুজয় মণ্ডলকে গ্রেফতার পর্যন্ত করে এবং জেল হাজতে পাঠানো হয়। পুজোর আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। একমাস পার হতে না হতেই শুক্রবার তার বাড়ি মিত্রপুর গ্রাম থেকে মাত্র ৭০০মিটার দূরে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশেই ছিল তার চারচাকা গাড়ি। পাশেই মূল রাস্তার উপরে তার গুলিবিদ্ধ দেহ। মহঃ বাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কি কারণে খুন ব্যবসা,রাজনৈতিক না অন্য কিছু ? ঘটনার তদন্ত করছে পুলিশ।