|
---|
নিজস্ব সংবাদদাতা:- বক্রেশ্বর তাপবিদ্যুত কেন্দ্রে চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন তাপবিদ্যুৎ কেন্দ্র রূপায়নে জমি দান করা ২০০ পরিবার।বীরভূমে অবস্থিত বক্রেশ্বর তাপবিদ্যুত কেন্দ্রের গেটের সামনে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন ভূমিহারা পরিবারের সদস্যরা। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ২০০’র বেশি পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় ৮০০’র বেশি পরিবারের জমি নেওয়া হয়েছিল বক্রেশ্বর তাপবিদ্যুত কেন্দ্রের জন্য। তাদের মধ্যে অধিকাংশ পরিবার চাকরি পেলেও বঞ্চিত থেকে গিয়েছেন দু’শোর বেশি পরিবার।চাকরির দাবি নিয়ে কখনও জেলা শাসক তো আবার কখনও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বারবার ঘুরতেই হয়েছে বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে। সেই পরিপ্রেক্ষিতে ফের বৃহস্পতিবার বিক্ষোভে বসে পড়ে ভূমিহারা পরিবারের সদস্যরা।চাকরির প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন জারি থাকবে বলে বিক্ষোভকারীদের দাবি।আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার ও হুঁশিয়ারি দিয়েছেন তারা।জমিহারাদের আরও দাবি যে, জমি অধিগ্রহণ করার সময় আশ্বাস দেওয়া হয়েছিল পরিবার পিছু একজন চাকরি দেওয়ার। প্রায় কুড়ি বছর অতিক্রান্ত হয়ে গেলে ও তারা বঞ্চিত রয়ে গেছে বলে একরাশ ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী।