|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- প্রতি বছরের মতো এবছরও মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যাবস্থাপনায় ও শেরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায়, চানক ভিলাতে বিজয়া সন্মেলন এর আয়োজন করা হয়। এখানে শেরপুর অঞ্চল, শ্রীচন্দা অঞ্চল, শিরাকোল অঞ্চল ও ইয়ারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মি সমর্থকদের নিয়ে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার সান্তনু সেন,রাজ্য সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ,বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,সুন্দরবন সাংগঠনিক জেলার চিয়ারম্যান নমিতা সাহা,কুল্পি বিধায়ক যগরঞ্জন হালদার,জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা, শিক্ষার কর্মধ্যাক্ষ সেলিম খান,জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত, মগরাহাট পশ্চিম ব্লকের যুব নেতা নাজবুল দপ্তরী,শৈবাল,সাবির আলী, সহ আরো অন্যান্য সকল তৃণমূলের কর্মিসমর্থকরা। বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা এদিন জানান গত দুবছর করোনার জন্য ঠিকমত করা যায়নি বিজয়া সন্মেলনী। এই বছর করোনার প্রভাব অনেকটা কম তাই ভালোভাবে করা হয়েছে বিজয়া সন্মেলনী। তাই সকল তৃণমূলের কর্মীদের কথা ভেবেই আমরা যাতে এই বিজয়া সম্মেলনে আমাদের কর্মীরা আনন্দ করতে পারে। প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন তৃণমূল কংগ্রেস সাধারন মানুষের দল তাই আমাদের এই বিজয়া সন্মেলনী শুধুমাত্র সাধারন মানুষের কথা ভেবেই করা হয়। সামনে পঞ্চায়েত নির্বাচন বিজেপি একটা দাঙ্গাবাজ দল তাই আগামীদিনে বিজেপি কে রুখতে আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে এতটুকু জানি আমরা। তাই বিজয়া সন্মেলনীর দিনটা সাধারণ কর্মীদের কথা ভেবে তাদের সকলকে সঙ্গে নিয়ে একটু আলাদাভাবে পালন করি আমরা।