কোরা দক্ষিণপাড়ায় বিশ্ব নবী দিবস উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য ও চোখ পরীক্ষা এবং জলসা।

আয়ুব আলি উওর২৪পরগনা : বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত হল রক্তদান, স্বাস্থ্য ও চোখ পরীক্ষা এবং বিশ্ব নবী শ্মরনে ধর্মীয় সভা (জলসা)। ১৩ই অক্টোবর মধ্যম গ্রাম কোরা দক্ষিণপাড়া মসজিদ কমিটি ও ঈদ উৎসব উদযাপন কমিটির যৌথ উদ্যোগে সকাল ১০টায় রক্তদান শিবিরের মাধ্যমে শুরু হয় দুইদিনের কর্মসূচি এদিন ৩৩ জন এই শিবিরে রক্তদান করে, এবং সন্ধ্যায় বিশিষ্ট গজল শিল্পী মহ: ইমরান সহ অন্যান্য রা গজল পরিবেশন করে,পরেরদিন ১৪ই অক্টোবর শুক্রবার সকাল থেকে গ্যালাকসী মাল্টি স্পেশালাটি হসপিটাল এর সহযোগিতায় স্বাস্থ্য ও চোখ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়,এদিন সন্ধ্যায় বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা:) জীবনীর উপর আলোকপাত করে ধর্মীয় আলোচনা সভা (জলসা) য় বক্তব্য রাখেন ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা মৌলানা জুবায়ের সিদ্দিকী, পীরজাদা সফিউর রহমান (হাড়োয়া)। দুইদিনের অনুষ্ঠিত কর্মসূচী তে বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যম গ্রাম পৌরসভা র পৌর প্রধান নিমাই ঘোষ, পৌর-উপ প্রধান প্রকাশ রাহা,পৌরসভার জল ও আলো বিভাগের প্রহলাদ দত্ত,পৌর প্রতিনিধি সুশান্ত রায়,কিশোর কুমার রায় ছিলেন রক্তদান আন্দোলনের সঙগঠক সমাজসেবী শেখ মন্টু ,মসজিদ কমিটির ঈমাম মৌলানা আব্দুর রহিম,কোরা , দক্ষিণপাড়া ঈদ উৎসব উদযাপন কমিটির সম্পাদক ইস্রাফিল বিশ্বাস প্রমুখ।