|
---|
নিজস্ব সংবাদদাতা : চাষের জমিতে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগরের কাছে একটি গ্রামে। শ্বশুরবাড়ির এলাকা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তি রোজই মদ্যপান করতেন বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের লোকের অভিযোগ, মদের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তাঁকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুবল ধারা। নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত কড়ুইগাছি গ্রামের বাসিন্দা তিনি। তাঁর শ্বশুরবাড়ি বাসুডাঙা এলাকায়। রবিবার ভালুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন পাড়া গ্রামের মাঠের ভিতর চাষের জমিতে সুবলের পচাগলা দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে কাজের নাম করে বেরিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিল সুবল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। মৃতের পরিবারের অভিযোগ, মদের সঙ্গে বিষ মিশিয়ে সুবলকে খুন করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা।পুলিশ দেহ উদ্ধারের পর সুবলের বাড়িল লোক চিহ্নিত করেছেন। তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।