নবগ্রামে ব্যাংকের শাখায় ১৫৮ জনের রক্তদান

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের নবগ্রামের সুকি শাখা ব্যাংক অফ বরোদা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে মোট ১৫৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। মঙ্গলবার এই মানবিক উদ্যোগ গ্রহণ করনে শাখা ম্যানেজার সুইটি কুমারি। শিবির টি সম্পূর্ণ ভাবে সফল করে তোলে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা ।

    ব্যাংকের এরকম মহতী উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্টজনেরা। রক্তসংগ্রহ করেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ব্লাডব্যাংক।
    এই সামাজিক দায়িত্ব পালন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম।