করোনা পজেটিভ পাওয়ায় মালদহের চাঁচল থানা এলাকায় সিল করা হলো ভুটভুটি চালকের বাড়ি

উজির আলী,নতুনগতি :লকডাউনে স্থগিত রয়েছে স্থানীয় গনপরিবহন। তাই ভিনরাজ‍্যে মুম্বাই ফেরত শ্রমিকদের ভুটভুডি বোঝাই করে নিয়ে আসেন মালদহের চাঁচল থানা এলাকার এক চালক জাহিরুদ্দিন।ওই ভুটভুডিতে যাত্রা করা এক শ্রমিকের শরীরে ধরা পড়েছে কোভিড ১৯-এর সংক্রমণ। ফলে করোনা পজিটিভ ধরা পড়ার পরই সিল করে দেওয়া হয়েছে ওই ভুটভুডি চালকের বাড়ী। পাশাপাশি ওই পরিবারের ৮ জন সদস‍্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনেও থাকার নির্দেশ দেওয়া হয়ছে প্রশাসনের তরফে। গোটা পরিবারকে কনটেন্টমেনজন করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।প্রসঙ্গত, রবিবার মুম্বাই ফেরত চাঁচল এলাকার একজনের শরীরে করোনার হদিশ মিলতেই সিল করে দেওয়া হয় ওই ভুটভুডি ওয়ালার বাড়ী।
জানা যায়, মুম্বাই থেকে গাজোলে পন‍্যবাহী লড়ি থেকে নেমেছিল শ্রমিকরা। গনপরিবহন স্থগিত তাই গ্রামের চালককে ফোন করা হয়। এবং মোট ১১ জন শ্রমিক যাত্রা করেছিল ওই ভুটভুডিতে প্রশাসন জানিয়েছে। সংক্রমন কারীকে মালদা কোভিড হাসপাতালে ও বাকি শ্রমিকদের স্থানীয় স্কুলের কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়েছে।