|
---|
মালদা ১১ জুলাই: মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল ব্লাড ব্যাঙ্কের পরিচালনায়, অ্যাওয়ারনেস কাম ট্রেনিং প্রোগ্রাম অন ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন এর উপর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, মালদা মেডিকেল কলেজ এসি লেকচারার হলে। প্রয়াত কামিনী রঞ্জন বালা, রক্ত দান অন্দলনের অন্যতম কর্মী কে স্মরণ করে সভা অনুষ্ঠিত হয়। সভাতে বক্তব্য রাখেন, ডা পার্থ প্রতিম মুখোপাধ্যায়, অধ্যক্ষ মালদা মেডিক্যাল কলেজ, ডা অমিতা দাঁ, এম এস ভি পি, মালদা মেডিকেল কলেজ, ডা জ্যোতিষ চন্দ্র দাস, মালদা মেডিক্যাল কলেজ, ডা সি ডি বসাক সম্পাদক, আই এম এ মালদা ডা, সুশান্ত ব্যানার্জি, মালদা ব্লাড ব্যাঙ্ক। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠক ও রক্তদান আন্দোলনের কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। কে পি সিং, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা, দিঠীপ্রিয়া ব্যানার্জি, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা, বরুণ সরকার, পাকুয়াহাট সমবেত প্রয়াস, বিশ্বজিৎ সিনহা, ফিউচার ইন্ডিয়া ফরাক্কা, নিরঞ্জন প্রামানিক ভারত স্কাউটস মালদা, অনিল কুমার সাহা ,উত্তম ঝা, জয় সিনহা, গৌতম দাস, রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী, প্রমূখ অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী আর্য বন্দ্যোপাধ্যায়ের রচিত রক্তদান এর উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মালদা ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তের জন্য হাঁটুন পদযাত্রা বাহির হয়। সকলকে ধন্যবাদ জানান ডা অশোক চক্রবর্তী, মালদা ব্লাড ব্যাঙ্ক।