|
---|
নিজস্ব সংবাদদাতা : বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রায়নাতে। পূর্ব বর্ধমান জেলার রায়নাতে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। উদ্যোক্তা লাইফ লাইন নেত্রালয় ও পলাশন কালীমাতা সংঘ। এই চক্ষু পরীক্ষা শিবিরে রায়না এলাকার গ্রামগুলি থেকে শতাধিক রোগীরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার। চক্ষু পরীক্ষা শিবিরের প্রাক্কালে আনুষ্ঠানিক উদ্বোধনে বক্তব্য রাখেন জলপাইগুড়ি ও বর্ধমান ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক তথা মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক সহ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কুতুব উদ্দিন চৌধুরী, ডা: ফয়জুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সম্পাদক বিবেকানন্দ পাল, সুদীপ দাস, মৃন্ময় দাস, তরু ঘোষ প্রমুখ। কাজী মোহাম্মদ রফিক বলেন, রায়নার লাইফ লাইন নেত্রালয় ও পলাশন কালীমাতা সংঘ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের যে মহতী উদ্যোগের আয়োজন করেছিল তা সার্থকতা লাভ করেছে। এলাকার মানুষ বিনামূল্যে পরিবেশ সেভাবে দারুণভাবে খুশি হয়েছেন।