|
---|
সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি: লকডাউনের প্রাক্কালে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে আজ এগিয়ে এলেন বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে লোকপুর থানা। দীর্ঘ দিন লকডাউনের ফলে মানুষ একপ্রকার গৃহবন্দি, বিশেষ করে দিন আনা দিন খাওয়া ব্যক্তিরা ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। সেই অবস্থায় কিছুটা হলেও আশার আলো দেখাতে লোকপুর থানার উদ্যোগে এলাকার দুঃস্থদের জন্য ভাড্ডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন ফুটবল মাঠে মুক্ত বাজারের আয়োজন করা হয়। গন্ডি বেঁধে দাঁড় করিয়ে স্যানিটাইজার ও মুখে মাস্ক পরিধান করিয়ে বৃত্ত আকারে টেবিলে টেবিলে সাজানো চাল, ভাল,আলু সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য নিজের নিজের হাতে তুলে নেবার জন্য আগতদের অনুরোধ জানান লোকপুর থানার ওসি রমেশ সাহা। উল্লেখ্য মুক্ত বাজারে আগত মোট ৩৬৫ জন,যার অধিকাংশই প্রতিবন্ধী এবং বিধবা ও বয়স্ক তথা অক্ষম ব্যক্তি। লোকপুর পুলিশের উদ্যোগে মুক্ত বাজার প্রসঙ্গে এলাকার মানুষজনের বক্তব্য পুলিশ জনগণের সম্পর্ক কাজের নিরিখে বন্ধুত্ত্ব পূর্ণ হয়ে উঠেছে।এস আই প্রশান্ত শিকদার, এস আই শরৎ ঘোষ,এ এস আই মিহির পাল সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারবৃন্দের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।