জঙ্গিগোষ্ঠী জামাত-উল-মুজাহিদিনের ভারতীয় শাখার প্রধান চাঁই ইজাজকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স

নিজস্ব প্রতিনিধি : সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এস টি এফ)। অবশেষে আজ বিহারের গয়া জেলার পাঠানটোলি গ্রামের ডেরা থেকে কুখ্যাত জঙ্গি ইজাজ আহমেদ ওরফে ইজাজুল ওরফে জিতুকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

    বীরভূমের পাড়ুইয়ের অবিনাশপুরের বাসিন্দা ইজাজ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর ভারতীয় শাখার ‘আমির’ বা প্রধান। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম-সহ গোটা ভারতবর্ষ থেকে জেএমবি-তে সদস্য নিয়োগের মূল দায়িত্বে ছিল ইজাজই। গত বছর বুদ্ধগয়াতে দলাই লামার সফরের সময়ে ঘটা বিস্ফোরণের অন্যতম প্রধান চক্রী হিসেবেও উঠে এসেছে তার নাম। এই ঘটনার পর বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল সে। আজ গয়ার গোপন ডেরা থেকে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফের টিম। । স্থানীয় আদালতে পেশ করে ‘ট্রানজিট রিমান্ড’-এ ইজাজকে আনা হবে কলকাতায়। তার জিম্মা থেকে সন্ত্রাস-বিষয়ক বহু ডিজিটাল নথিও উদ্ধার করেছেন এসটিএফের অফিসারেরা।

    থাকল ধৃত ইজাজের ছবি।