এবার চাষের খেতে পৌঁছে যাবে ‘দিদিকে বলো’র প্রচার

নিজস্ব প্রতিনিধি : এবার চাষের খেতে পৌঁছে যাবে ‘দিদিকে বলো’র প্রচার। তৃণমূলের কৃষক সংগঠনের রাজ্য নেতৃত্ব এমনই সিদ্ধান্ত নিয়েছে। আজ রাজ্যের সমস্ত খেত-খামারে একযোগে জনসংযোগে নামবে পশ্চিমবঙ্গ কিষাণ ও খেতমজদুর ইউনিয়ন। আগামী দু’মাস ধরে সংগঠনের জেলা সম্মেলন শেষ করে নভেম্বরে কলকাতায় কৃষক সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    প্রাথমিক পর্যায়ে দলের জনপ্রতিনিধিদের নেতৃত্বে নেতা-কর্মীদের ‘দিদিকে বলো’র প্রচারে নামতে বলা হয়েছিল। এবার দ্বিতীয় পর্বে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনকেও পথে নেমে জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষক সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না বলেন, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা বেড়ে চলেছে। ঋণের জালে জড়িয়ে কৃষক সমাজ বিপন্ন। ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ। এটা রোধ করার জন্য নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব প্রকল্পে রাজ্যের কৃষক সমাজ উপকৃত। তাদের আয়ের পরিমাণও বেড়ে চলেছে। একইসঙ্গে তাদের কাছে এসব উন্নয়নমূলক প্রকল্পের সুফল যথাযথ পৌঁছচ্ছে কি না, সেদিকে নজর দিতে বলেছেন তৃণমূল নেত্রী।

    পাশাপাশি কৃষক পরিবারের কারও কিছু অভাব অভিযোগ থাকলে, তা যাতে তাঁরা সরাসরি দিদিকে বলতে পারেন, সেই লক্ষ্যেই আজ থেকে একসঙ্গে রাজ্যের সব জেলাতেই ‘দিদিকে বলো’র প্রচারে নামবে তৃণমূল। যেহেতু এখন জোরকদমে ধান চাষ শুরু হয়েছে, এই সময় চাষিরা খেতের কাজে ব্যস্ত থাকবে। তাই ‘দিদিকে বলো’র হেল্প লাইন নম্বর সহ কার্ড, ব্যাজ ইত্যাদি প্রচার সামগ্রী নিয়ে সংগঠনের কর্মীরাই পৌঁছে যাবে মাঠে।

    নভেম্বরের ১৪ তারিখ কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে রাজ্য কৃষক সমাবেশ হবে। ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রীকে থাকার জন্য আবেদন জানানো হয়েছে।