|
---|
নিজস্ব প্রতিনিধি : শহরের বাড়ির ক্ষেত্রে মিউটেশন প্রক্রিয়াকে আরও সরল করছে কলকাতা পুরসভা। মানুষের সুবিধা করতে এবার থেকে অনলাইনে মিউটেশন সার্টিফিকেট দেবে কলকাতা পুরসভা। এর পাশাপাশি, কলকাতা পুরসভায় ১লা আগস্ট থেকে চালু হয়েছে অত্যাধুনিক মিউটেশন সেন্টার। আগামী ১৫ দিনের মধ্যে চালু হচ্ছে মিউটেশন ওনার্স কাউন্টার।
সঠিক পদ্ধতিতে যদি কেউ অনলাইনে মিউটেশন সংক্রান্ত নথি জমা করে থাকেন, তাহলে পুরসভার তরফে তা খতিয়ে দেখে কিছুদিনের মধ্যেঅনলাইনে নির্দিষ্ট ব্যক্তি মিউটেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। ওনার্স কাউন্টারে বাড়ির মালিক নিজেই তাঁর মিউটেশন কর জমা দিতে পারবেন।
ডেপুটি মেয়র বলেন, প্রতিটি হাউজিং অ্যাসোসিয়েশন যদি আমাদের কাছে আবেদন করে, যে ওই আবাসনের মিউটেশন বাকি রয়েছে, তখন সেই আবাসনে ক্যাম্প করে মিউটেশনের আবেদন জমা নেব। এর পাশাপাশি যে সকল বাড়িগুলির ক্ষেত্রে মিউটেশন জমা দেওয়া হয়নি তার তালিকাও তৈরী করছে পুরসভা।
অনলাইনে এ৪২ ফর্ম পূরণ করে আবেদনের পাশাপাশি ফিও অনলাইনে জমা দেওয়া যাবে। ফর্ম পূরণে ভুল থাকলে তা ফোন বা এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে।