|
---|
লুতুব আলি, নতুন গতি: বর্ধমানের ভূমিকন্যা বেনোজির নাজের গল্পগ্রন্থ প্রকাশ বইমেলায়। কলকাতা আন্তর্জাতিক ৪৮ তম বইমেলা মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনই কোন না কোন স্টলে কবি, সাহিত্যিকদের বই প্রকাশ হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বেনোজির নাজের লেখা গল্প গ্রন্থ দহন দিগন্ত প্রকাশিত হয়। বুলবুল প্রকাশনীর উদ্যোগে কবির প্রথম গল্প গ্রন্থ প্রকাশ পেল। এই বড়ই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলবুল পত্রিকার সম্পাদক এসএম সিরাজুল ইসলাম ছাড়াও অধ্যাপক শামীম ফেরদৌস, বিশিষ্ট সাংবাদিক গোলাম গাউস সিদ্দিকী কবি সৌমেন্দ্রনাথ ঘোষ, ড: ফিরোজা বেগম, অবসরপ্রাপ্ত এসডিও নিমাই হালদার, বিশিষ্ট সাহিত্যিক শিব শংকর বক্সী, অধ্যাপিকা ড. দীপা দাস, আবুসালেহ মোহাম্মদ রেজওয়ানুল করিম, ডা: প্রকাশ মল্লিক প্রমুখ। রাঢ় বাংলার পূর্ব বর্ধমানের জন্মগ্রহণ করেন বেনোজির নাজ। স্কুলে পড়তে পড়তেই লেখালেখি তে ঝোঁক। আদবে তিনি গৃহবধূ হলেও সাহিত্যচর্চা নেশা হিসেবে পরিগণিত হয়েছে। কবিতায় ই নাজের প্রথম প্রেমিক। ভঙ্গুরময় জীবনে অনেক উথাল-পাথাল হলেও কোন ভাবেই তিনি লেখাকে ছাড়তে পারেননি। স্কুলে পড়তে পড়তে অনেক ম্যাগাজিনে ছোট ছোট ছড়া লিখে তিনি দারুণভাবে সমাদৃত হন। এখন তিনি অনেক পরিণত লেখিকা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাঁর সাহিত্যের বিচরণ। বর্ধমান বঙ্গীয় সাহিত্য পরিষদে আজীবন সদস্য পদে এবং নিয়মিত চর্চায় নিয়োজিত আছেন। সাম্প্রতিককালে কলকাতাতে তাঁর প্রথম কাব্যগ্রন্থ বিহবল জীবন তরী প্রকাশিত হয়। তিনি সমানভাবে উপন্যাস লেখাতেও সিদ্ধ হস্ত।