|
---|
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলা বেলডাঙা থানার অন্তর্গত মাঝপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো হেরোইন বিক্রি করার সন্দেহে। এলাকার বাসিন্দা মাজু বিবি, আলাই সেখ, রকি সেখ নামের তিন ব্যক্তির কাছ থেকে অজ্ঞাত পরিচয় আরো তিন ব্যক্তি মাদক কিনতে আসে বলে অভিযোগ করে এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই তিন ব্যক্তি হেরোইন বিক্রির সঙ্গে যুক্ত আছে যার ফলে এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে। বুধবার সন্ধ্যায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসীরা, এলাকাবাসীরা হিরোইন বিক্রির সময় ধৃতদের ধরার পর গণধোলাই দেয় এবং জনসম্মুখে কান ধরে উঠবস করানো হয় ধৃতদের।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বেলডাঙার মাছপাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলডাঙা থানার বিশাল পুলিশবাহিনী, বেলডাঙা থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে এবং হিরোইনের উদ্দেশ্যে তল্লাশি চালায় পুলিশ যদিও এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হিরোইন কিনতে আসা অজ্ঞাত পরিচয়ের তিনজন পলাতক তাদের উদ্দেশ্য বেলডাঙা থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।