টোটো চালকদের হাতে আক্রান্ত আইনজীবী, গ্রেপ্তার দুই

রহমতুল্লাহ,মুর্শিদাবাদ : আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক আইনজীবী টোটো চালকদের হাতে মারধরের শিকার হলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ নবাব বাহাদুর’স স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, আইনজীবী বিশ্বজিৎ সাহা জিয়াগঞ্জে নিজের বাড়ি ফেরার পথে এক টোটো চালকের ধাক্কা খান। এরপর দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকজন টোটো চালক সেখানে এসে ওই আইনজীবী কে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অন্যান্য আইনজীবীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ সাহাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালে সূত্রে খবর।

    এই ঘটনার প্রতিবাদে লালবাগ শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদ খান মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপ্লব বিশ্বাস ও শিবচরণ মণ্ডলকে গ্রেফতার করেছে। অপর অভিযুক্ত চৈতন্য মন্ডল পলাতক। তবে আরও এক অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওই টোটো চালককে পাল্টা মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ধৃতদের শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মুর্শিদাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।