|
---|
লুতুব আলি, বাঁকুড়া : উচ্চমাধ্যমিকে চতুর্থ সৃজিতা ঘোষাল কে গাছ দিয়ে সম্বর্ধনা। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী বাঁকুড়ার সোনার মেয়ে সৃজিতা ঘোষালকে শিশু বৃক্ষ দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলো বাঁকুড়া জেলার গাছ গ্রুপ। সৃজিতা র প্রাপ্ত নাম্বার ৪৯৪ বাঁকুড়া জেলার গাছ গ্রুপ এক অভিনব ভাবে সৃজিতা ঘোষাল কে শিশু বৃক্ষ উপহার দিয়ে বৃক্ষরোপনের বার্তা দিল। বাঁকুড়া জেলার গাছ গ্রুপের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক আনন্দময় ঘোষ বাঁকুড়ার সোনার মেয়েকে শিশু বৃক্ষ তুলে দিলেন। উল্লেখ্য, বর্ধমানের তৈরি হওয়া রাজ্যের অন্যতম গাছ গ্রুপ বৃক্ষরোপনের বার্তা দিতে সামাজিক অনুষ্ঠানে শিশু বৃক্ষ উপহারস্বরূপ তুলে দেয়ার রেয়াজ শুরু করেছিলেন। গাছ গ্রুপের অন্যতম কর্ণধার, পুরোধা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরীর দেখানো পথে হেঁটে চলেছে এই গাছ গ্রুপেরই বিভিন্ন জেলার শাখা সমূহ। একটি গাছ, একটি প্রাণ… এই ভাবনাকে কৈশোর অবস্থা থেকেই ভাবিয়ে তুলেছিল সৃজিতা ঘোষালকে। সামান্য উপহার হলেও এই যে উপহার সৃজিতা পেলেন তা আর ও বৃহত্তর পরিসরে এই বার্তা ছড়িয়ে দিতে তিনিও একমত পোষণ করেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রকৃতি আজ পর্যবসিত! সৃজিতা ঘোষাল ও তাঁর পিতা বিশিষ্ট শিক্ষক ভক্ত দাস ঘোসাল একান্ত সাক্ষাৎকারে জানালেন, আমরা জানি যে গাছের তলায় গেলে টেম্পারেচার অনেক কমে যায়। তা সত্ত্বেও নির্বিচারে গাছকে আমরা ধ্বংস করে চলেছি। বেশি বেশি করে বৃক্ষরোপণ না করলে প্রকৃতি তার স্বমহিমায় ফিরতে পারবে না! গাছ গ্রুপ শিশু বৃক্ষ উপহার দিয়ে যে বার্তা দিলেন তা অত্যন্ত খুবই অর্থবহ। পড়াশোনার পাশাপাশি প্রকৃতি দারুন ভাবে সৃজিতা কে আকর্ষণ করে। আনন্দময় ঘোষ জানালেন, গাছ গ্রুপের কর্ণধার মাননীয় অরূপ চৌধুরী মহাশয়ের অনুমতিক্রমে রাজ্যের উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থান আদায়কারী সৃজিতা ঘোষাল কে শিশু বৃক্ষ উপহার দিয়ে গাছ গ্রুপ গর্বিত হলো। রুক্ষ বাঁকুড়া জেলাতে বৃক্ষরোপণ করার জন্য সকলের সঙ্গে সমন্বয় করে ধারাবাহিকভাবে আন্দোলন চালানো হচ্ছে। বাঁকুড়ার সোনার মেয়ে সৃজিতা ঘোষাল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় তাঁর প্রাপ্ত নাম্বার ৯৮, ইংরেজিতে ৯৮, কেমিস্ট্রিতে ৯৬, ম্যাথমেটিক্সসে ৯৮, ফিজিক্সে ১০০, বায়োলজিতে ১০০ সৃজিতা জানালেন, ১ থেকে ১০ রাংকে যেতে পারবেন বলে তার ধারণা ছিল। চতুর্থ স্থান পাওয়াই বাঁকুড়াবাসী সকলেই গর্বিত।