মেদিনীপুর সমন্বয় সংস্থার মানবিক প্রয়াস এ ত্রাণ সামগ্রী বিতরণ

নতুন গতি নিউজডেস্ক : করোনা আবহে লকডাউনের সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো অখণ্ড মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থা। রবিবার সকালে সংস্থার মেদিনীপুর আঞ্চলিক ইউনিট উদ্যোগে সংস্থার সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহায়তায় মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর করাতি পাড়াতে ১১০ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হলো সমস্ত সরকারী বিধি মেনে।সার্ভের মাধ্যমে যাঁদের হাতে এদিন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তাঁদের সিংহভাগই
তাপশীলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ।এদিন ত্রাণসামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী হিসাবে মুড়ি,চিড়ে, সোয়াবিন,চিনি , মসুরডাল,সরিষা তেল, হলুদ -লংকা -জিরে গুঁড়া , বিস্কুট , সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক মন্টুরাম জানা,মানিক চন্দ্র ঘাটা, মৃত্যুঞ্জয় খাটুয়া,অমিত কুমার সাহু ডাঃ অরূপ কুমার দাস , অমিতাভ দাস,অধ্যাপক সুশান্ত দে ,ড.প্রসূন কুমার পড়িয়া, তারাপদ বারিক, সুদীপ কুমার খাঁড়া, উত্তম রায়, বিশ্বজিৎ সাউ ,সোনালী ঘাটা প্রমুখ l
উল্লেখ্য এর আগে এপ্রিল মাসে শালবনীর মৌপাল স্কুলে ও স্কুলের সাথে যৌথ উদ্যোগে স্কুল সংলগ্ন ২১ টি গ্রাম থেকে দুঃস্থদের তালিকা করে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল।এছাড়াও অবিভক্ত জেলায় সমন্বয় সংস্থার ১৪ টি ইউনিটও বিভিন্ন সময়ে অসহায় মানুষদের সহায়তা করে চলেছেন । অন্যদিকে মেদিনীপুর সমন্বয় সংস্থার একটি উল্লেখযোগ্য কাজ হলো সংস্থার উদ্যোগে কলকাতায় ১ কোটি ৭০ লক্ষ টাকা দিয়ে “মেদিনীপুর ভবন” গড়ে তোলা হয়েছে। যেখানে নূন্যতম খরচে নিরাপদে থাকা যায়।