| |
|---|

রোদ্দুর ইসলাম: মেমারি: ২ ডিসেম্বর, বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৮ তম বর্ধমান বইমেলায় শরৎচন্দ্র মঞ্চে ২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টা থেকে অনুষ্ঠিত হয় কবি সম্মেলন । সার্ধশতবর্ষ উপলক্ষে দরদী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত মঞ্চে প্রায় শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন । এদিন এই মঞ্চেই অগ্রজ কবি ও অনুবাদক জমর সাহানি কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় । বর্ধমান বইমেলার কর্ণধার নিরুপম চৌধুরীর সঞ্চালনায় কবি এবং আধিকারিক পৌষালী চক্রবর্তী কবি জমর সাহানী কে সংবর্ধনা প্রদান করে বিশেষ সম্মান জ্ঞাপন করেন জেলা । এছাড়াও বর্ষীয়ান গুণী কবি কার্তিক গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি এবং স্বরচিত কবিতা পাঠ কবি সম্মেলনটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয় । কবি কুশল দের সঞ্চালনায় অরুণ মজুমদার, ঈদ বক্স, অরবিন্দ সরকার, লক্ষণ দাস ঠাকুরা, মিনতি গোস্বামী, স্বপন পাঁজা, বসন্ত পাল, তাপস কুমার পাল, তাপস ভূষণ সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বরূপ মুখার্জী, সৈয়দ আতাউর রহমান, মহম্মদ শহীদুল্লাহ, কল্পনা রায়, মাধুরী অধিকারী, সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, সৌম্য পাল, মৃণাল মোদক, সেখ হাসানুজ্জামান, বিকাশ বিশ্বাস, সদরুল আলম, নারায়ণ চন্দ্র পাল, চৈত্র কুমার প্রামাণিক, অলোক দত্ত, কানাইলাল বিশ্বাস, সুব্রত মজুমদার, সুভাষ বসু, বরুণ মজুমদার, আসিয়া খাতুন, সৈয়দ হাসনে আরা, রুবিনা হক, কেতকী মির্জা, সবিতা গোস্বামী, পার্বতী মিত্র, সবিতা চ্যাটার্জী, মানসী মিত্র, দেবশ্রী চ্যাটার্জী পাল, ক্ষেত্রনাথ দে, রমাকান্ত পাঁজা, সেখ মহম্মদ ইউনুস, সিরাজুল হক,সেখ মালেক জান , সেখ আজিমুল হক, বিমলেন্দু দত্ত, বাসুদেব পাল , গোপাল দাস, অমরেন্দ্র সাহা, রাজীব শীল, আবুল কালাম আজাদ প্রমুখ এই মহতী কবি সম্মেলন উপস্থিত ছিলেন ।


